চট্টগ্রাম, সোমবার, ২০ মে ২০২৪ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঈদে বাড়ি যাওয়ার সময় মূল্যবান সবকিছু সঙ্গে নিন’

প্রকাশ: ২২ জুন, ২০২৩ ৩:৩০ : অপরাহ্ণ

ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার সময় মূল্যবান সবকিছু সঙ্গে নেওয়া কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেওয়া হবে না।

এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।

 

 

সূত্র – নিউজ ২৪  অনলাইন

Print Friendly and PDF