চট্টগ্রাম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাফে আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লেবানন

প্রকাশ: ২২ জুন, ২০২৩ ৪:৪৭ : অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২২শে জুন)। লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ লেবানন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। লেবানন ছাড়াও প্রতিপক্ষ হিসেবে আছে মালদ্বীপ ও ভুটান।

 

 

এর মানে বড় পরীক্ষা দিয়েই সাফ শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। সেমিফাইনালে উঠতে হলে খেলতে হবে নিজেদের সেরা খেলা।

বুধবার সাফে মাঠে নামার আগে অনুশীলন করেছে জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য ভালো খেলার ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, ‘সাফের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ভালো প্র্যাকটিস করেছি। আমরা জিততে চাই। তবে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেও খুশি হবো।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF