চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রকাশ: ২২ জুন, ২০২৩ ২:৩০ : অপরাহ্ণ

ঢাকা-১৭ আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এছাড়া জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া এবং আসাদুজ্জামান জালালও প্রার্থীতা ফিরে পাননি।

 

 

মননোয়নপত্র বাতিলের পর গত মঙ্গলবার হিরো আলম নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। পরে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, শুনানির আদেশ আগামী রোববার জারি করা হবে।

এর আগে গত রোববার বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় প্রয়োজনীয় ভোটারদের খোঁজ না পাওয়ায় বাতিল হয়ে যায় হিরো আলমের মনোনয়নপত্র।

 

 

সূত্র – নিউজ ২৪  অনলাইন

Print Friendly and PDF