প্রকাশ: ২২ জুন, ২০২৩ ১০:৪৮ : পূর্বাহ্ণ
এসএন ট্রাভেলসের প্রতারণার শিকার ৫৩৮ হজযাত্রী অবশেষে সৌদি আরব গেলেন। বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার ফ্লাইটে ৩১১ জনকে পাঠানো হয়েছে। এর আগে দুই ফ্লাইটে ২২৭ জনকে সৌদি পাঠায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বুধবার (২১ জুন) হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ধর্ম মন্ত্রণালয় ও হাবের যৌথ প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। সমস্যার সমাধান হওয়ায় হজযাত্রীরা খুশি।’
সংশ্লিষ্টরা জানান, কোনো হজযাত্রী বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই হাব এ উদ্যোগ নেয়। ভিসা, টিকিটসহ সব ধরনের কাজ শেষে গতকাল সন্ধ্যায় ৩১১ জনকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এর আগে দুই ফ্লাইটে ২২৭ জনকে পাঠানো হয়েছিল।
জানা গেছে, ওই হজযাত্রীদের কাছ থেকে হজের জন্য টাকা নিয়েছিলেন এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক শাহ আলম। এরমধ্যে প্রায় ৭৫ জনের ভিসাও করেছিল এজেন্সিটি। ৯০ জনের টিকিট কনফার্ম করলেও তাদের বাড়ি চূড়ান্ত করেনি। হুট করেই লাপাত্তা হয়ে যায় এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক শাহ আলম। রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে তার অফিসে গিয়েও হজযাত্রীরা তার কোনও খবর পাচ্ছিলেন না। মোহাম্মদপুরে শাহ আলমের অন্য আরেকটি অফিসে গিয়েও কোনও সমাধান পাচ্ছিলেন হজযাত্রীরা। পরবর্তীতে হজযাত্রীরা জুরাইনে বিক্ষোভ করেন।
সূত্র – চ্যানেল২৪