চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ইমার্জিং এশিয়া কাপ: ভারত চ্যাম্পিয়ন, রানার্সআপ বাংলাদেশ

প্রকাশ: ২১ জুন, ২০২৩ ৪:১৮ : অপরাহ্ণ

নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হারলো বাংলাদেশ। ভারতকে অল্প রানে আটকে আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু হতশ্রী ব্যাটিংয়ে জয়ের ধারেকাছেও যেতে পারল না লতা মণ্ডলের দল। বাংলাদেশকে হারিয়ে মেয়েদের ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন হলো ভারত।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম টাইগ্রেস গুটিয়ে যায় একশর আগেই। শিরোপার সুযোগ হারিয়ে ১৯.২ ওভারে ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

অতিরিক্ত থেকে ১৬ রান আসায় বাংলাদেশ যেতে পারে একশর কাছে। নাহিদা আক্তার ২২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারি ২২ বলে ১৬ ও সাথি রানি ১১ বলে করেন ১৩ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

শ্রেয়াংকা পাতিল চারটি, মান্নাত ক্যাশাপ তিনটি ও কানিকা আহুজা দুটি উইকেট নেন।

 

 

পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম সেমিফাইনাল পরিত্যক্ত হয়। রান রেটে এগিয়ে থেকে ফাইনালে যায় ভারত।

ভারতকে দেড়শর মধ্যে আটকে রাখতে বড় অবদান রাখেন নাহিদ আক্তার। ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন। সুলতানা খাতুন ২টি উইকেট নিলেও খরচ করেন ৩০ রান।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF