প্রকাশ: ১৯ জুন, ২০২৩ ৫:৫৩ : অপরাহ্ণ
আসন্ন কানাডার টি-টোয়েন্টি লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে বাধা নেই অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে শুধু সাকিব নয়, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে বাধা নেই লিটন দাসেরও। তাকেও ছাড়পত্র দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল জানান, ইউনুস ‘সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটন তো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দুজন কানাডার বিমান ধরবে।’
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব খেলবেন টাইগার্সের হয়ে। সাকিব জানান, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ শেষ করেই কানাডার গ্লোবাল টি২০ লিগে যোগ দেবেন তিনি। পরের মাসে খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগে। লিটন জার্সি গায়ে জড়াবেন সারে জাগুয়ার্সের।
সূত্র –বৈশাখী অনলাইন