চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় বাংলাদেশের

প্রকাশ: ১৭ জুন, ২০২৩ ১:০১ : অপরাহ্ণ

ক্রিকেটের অভিজাত ফরমেট টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ রানে হারিয়েছে টাইগাররা। যা নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়ও।

শনিবার (১৭ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে অনেকটা সারার মিশন ছিল। সেই কাজে বেশি দেরি হয়নি। দিনের প্রথম সেশনেই আফগানদের গুঁড়িয়ে দেয় টাইগাররা। আগের দিনে ২ উইকেটে ৪৫ রানে থাকা আফগানদের দরকার ছিল ৬১৭ রান, যা এক কথায় অসম্ভবই বলা যায়। বিপরিতে বাংলাদেশের দরকার ৮ উইকেট। তাসকিন-শরিফুলদের তাণ্ডবে শেষ পর্যন্ত ১১৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

 

 

এতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় বাংলাদেশ। এর আগে ২২৬ রানের জয়ই ছিল টাইগারদের সবচেয়ে বড় জয়। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রায় দেড়যুগ আগে ২০০৫ সালে এই জয় পায় বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে এটি তৃতীয় বড় জয়। ৬৭৫ রানে জিতে প্রথম স্থানে আছে ইংল্যান্ড। ১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্টে ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্টে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৮২ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১৪৬ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে টাইগাররা।

নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৬৬২ রানের।  বিশাল লক্ষ্য তাড়ায় ১১৫ রানে থেমে আফগানরা। ফলে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

 

 

Print Friendly and PDF