চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসকে বড় দায়িত্ব দিলো ফিফা

প্রকাশ: ১৬ জুন, ২০২৩ ৪:২৯ : অপরাহ্ণ

ফুটবলে বর্ণবাদ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এটি প্রতিরোধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা থেকেই যাচ্ছে। বর্ণবাদ রুখতে এবার নতুন উদ্যোগ হাতে নিল ফিফা। এবার এমন ঘৃণিত আচরণ বন্ধ করতে কমিটি গঠন করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি, যেখানে প্রধান করা হয়েছে সাম্প্রতিক সময়ে বারবার বর্ণবাদের শিকার হওয়া রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে।

 

 

বৃহস্পতিবার (১৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

সবশেষ মে মাসে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস, যা নিয়ে ফুটবল দুনিয়া সোচ্চার হয়ে ওঠে। ব্রাজিলেও নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

এর পর আগামী বছর প্রতিবাদের অংশ হিসেবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এবার ফিফা কমিটি গঠন করে ভিনির পাশে দাঁড়াল।

এ নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ফুটবলে আর কোনো বর্ণবাদ থাকবে না। যখনই এমন কিছু হবে, তখনই ম্যাচ বন্ধ করা উচিত। অনেক হয়েছে আর না।’

 

Print Friendly and PDF