চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি হোক আর না হোক, আজ আষাঢ়ের প্রথম দিন

প্রকাশ: ১৫ জুন, ২০২৩ ২:১১ : অপরাহ্ণ

মেঘের তানে গেয়ে ওঠার অপেক্ষায় প্রকৃতিতে নামলো বর্ষা। বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক, আজ আষাঢ়ের প্রথম দিন। যা বরণ করতে রাজধানীতে ছিল নানা আয়োজন। কবিগুরুর ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর…’ এ পংক্তিমালায় বাংলা একাডেমিতে পালিত হলো এবারের বর্ষা উৎসব।

বর্ষা আসে প্রেমের আহ্বান নিয়ে। কদম, বেলী, কামিনীর গন্ধে মুখরিত হয় চারপাশ। যদিও যান্ত্রিক এই নগর জীবনে বর্ষা ছুঁয়ে দেখা খানিক বিলাসীতা।

আষাঢ়ের প্রথম দিনে উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজনে বাংলা একাডেমির বটতলায় বসেছে বর্ষা উৎসব। লক্ষ্য দূষণ রোধে প্রতিরোধ গড়ে তোলা। এবারের স্লোগান ‘দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর’।

পরিবেশিত প্রতিটি নাচ, গান, আবৃতি কিংবা বর্ষাকথনে প্রকাশ পেয়েছে দূষণ রোধের নীরব আন্দোলন। উৎসবে আসা একজন বলেন,শরৎ বা খেয়াল গানের মধ্য দিয়ে মেঘমল্লার রাগের ওপরে আমরা বর্ষাকে আহ্বান জানাই।

 

নীল-সাদার যুগলবন্দী সাজ যেন শুভ্রতার বর্হিপ্রকাশ। কেউ কেউ আবার গান-গল্পের পাশাপাশি জানালেন নিজেদের ফেলে আসা শৈশবের স্মৃতি। এ ব্যাপারে মেলায় আসা একজন বলেন, যখন বেড়ে উঠা, বড় হওয়া, জ্ঞান হওয়ার পর থেকে আমি মনে করি প্রকৃতির যৌবন বর্ষা।

রাজধানী ছাড়াও অন্যান্য জেলার সচেতন মানুষরা অংশ নিয়েছেন প্রকৃতি রক্ষার এ প্রতিবাদে।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF