চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কুরবানির ঈদকে কেন্দ্র করে অবৈধ পথে ভারতীয় পশু আনা যাবে না’

প্রকাশ: ১৪ জুন, ২০২৩ ১১:৫৪ : পূর্বাহ্ণ

ঈদুল আযহা উপলক্ষে অবৈধ পথে কোনভাবেই ভারত থেকে কুরবানির পশু আনা যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী আরও বলেন, অবৈধ পথে পশুর প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বুধবার (১৪ জুন) তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বছরও রেলপথে কুরবানির পশু পরিবহনের ব্যবস্থা করা হবে। মন্ত্রী জানান, ঈদুল আযহায় কুরবানির জন্য ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৪৯টি পশু দরকার।

এই মুহূর্তে কুরবানির জন্য ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার পশু প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে চাহিদার চেয়েও অনেক বেশি পশু রয়েছে।

 

Print Friendly and PDF