চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদকের কমিশনার হলেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন

প্রকাশ: ১৪ জুন, ২০২৩ ১১:১৭ : পূর্বাহ্ণ

সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৬(১) ধারার বিধান মতে তিনি এই নিয়োগ পেয়েছেন। এ আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী- কমিশনার হিসেবে আছিয়া খাতুনের বেতন-ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্টের একজন বিচারপতির সমান নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, আছিয়া খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকা অবস্থায় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

 

Print Friendly and PDF