চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ১৯ অক্টোবর, ভেন্যু নির্ধারণ

প্রকাশ: ১২ জুন, ২০২৩ ৩:২১ : অপরাহ্ণ

অবশেষে আসন্ন বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ করেছে টুর্নামেন্টটির ১৩তম আসরের আয়োজক ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর গেল আসারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটি। আর ১৯ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে সমাপ্তি।

রোববার (১১ জুন) ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে আইসিসিকে দেয়া বিসিসিআইয়ের খসড়া সূচি প্রকাশ করেছে। যদিও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি তারা।

২০১৫ কিংবা ২০১৯ বিশ্বকাপের সূচি টুর্নামেন্ট শুরুর এক থেকে দেড় বছর আগে প্রকাশ হলেও বিলম্ব হচ্ছে ভারত বিশ্বকাপের সূচি প্রকাশে। এর কারণ হিসেবে ধরা হচ্ছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা আর আইপিএল।

এশিয়া কাপের ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এতোদিন কথা কাটাকাটি হয়েছে। অবশেষে সমাধান এসেছে এশিয়া কাপের ভেন্যুতে। এতে পাকিস্তানের বিশ্বকাপে যাওয়ারও নিশ্চয়তা পাওয়া গেছে। তাই এবার বিশ্বকাপ সূচি প্রকাশের পালা। তার আগে আইসিসিকে খসড়া একটি সূচি দিয়েছে বিসিসিআই।

 

১০ দলের লড়াইয়ে ভারতের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ পায়। বাংলাদেশ দলেরও আংশিক সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। বাংলাদেশ ভারতের বিপক্ষে নামবে ১৯ অক্টোবর পুনের মাঠে। আর পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর লড়াইয়ে নামবে কলকাতার মাঠে। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ পাবে পূর্ণাঙ্গ সূচি। আর তখনই জানা যাবে বাকি দলগুলোর বিপক্ষে কবে মাঠে নামবে সাকিব-তামিমরা।

 

 

Print Friendly and PDF