চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসকে এক বছ‌রের কারাদণ্ড

প্রকাশ: ১২ জুন, ২০২৩ ১০:৪২ : পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার টাকা জরিমানাসহ ওই চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। রোববার (১১ জুন) দুপুরে নগরীর চাষাড়ায় গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তার চিকিৎসকের নাম সাইদুল ইসলাম শাহীন। তিনি নগরীর পাঠানটুলির আইলপাড়ার বাসিন্দা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানম অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এ কে এম মেহেদী হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের কাছে সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। এমবিবিএস পাস না করেই রোগীদের চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন ওই ভুয়া চিকিৎসক। এ ছাড়া ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF