চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুরবানির ঈদের আগে দাম কমলো সয়াবিন তেলের

প্রকাশ: ১১ জুন, ২০২৩ ১২:৪৯ : অপরাহ্ণ

কুরবানির ঈদের আগে দেশে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে কমেছে ১০ টাকা। অন্যদিকে পামওয়েলে কমানো হয়েছে ২ টাকা। নতুন এই দাম আজ রোববার (১১ জুন) থেকে কার্যকর হবে।

রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

১০ টাকা কমে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিনের দাম হবে ১৬৭ টাকা। ২ টাকা কমে পামওয়েলের নতুন দাম হবে ১৩৩ টাকা এবং পামঅয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।

এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।

চীন থেকে আমদানি হঠাৎ বন্ধ হওয়ায় আদার আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না জানিয়ে সিনিয়র সচিব বলেন, তাই আদার দাম খুব দ্রুত কমছে না।

 

চিনির আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে এর প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে বলেও জানান তপন কান্তি ঘোষ।

৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, যদিও এখনও ৩০ হাজার টন মতো দেশের বাজারে এসেছে। ফলে পুরো ৫ লাখ টন বাজারে ঢুকলে পেঁযাজের দাম আরও কমবে।

 

Print Friendly and PDF