চট্টগ্রাম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির বাগাড় মাছ

প্রকাশ: ৯ জুন, ২০২৩ ৩:০৯ : অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ২৭ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৯ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা যমুনার মোহনায় জেলে জব্বার শেখের জালে মাছটি ধরা পড়ে।

জব্বার শেখ জানান, রাতে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে ট্রলারে মাছ ধরতে যাই। রাতে কোন মাছ ধরা পড়ে না জালে। ফলে নদীতে জাল ফেলে অপেক্ষায় ছিলাম। সকালের দিকে জাল টেনে তুলতেই জালে বড় ধরনের টান অনুভব করি।

পরে দেখতে পাই বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়ায় রওশন এর আড়ৎতে নিয়ে আসলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন।

 

 

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে রওশনের আড়ৎ থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের বাগাড় মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা প্রতি কেজি দরে মোট ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেই।

পরে মাছটি আমার ঘরে এনে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করেছি। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৪১ হাজার ২৫০ টাকায় ঢাকার মিরপুরে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF