চট্টগ্রাম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চতুর্থ বারের মতো চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

প্রকাশ: ৮ জুন, ২০২৩ ১১:৪০ : পূর্বাহ্ণ

ঢাকায় আম পরিবহনের জন্য চতুর্থ বারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে আম, শাকসবজিসহ অন্যান্য মৌসুমি ফল নিয়ে বিশেষ এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বিশেষ এই ট্রেনটি উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক, রেলের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা।

 

 

স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, ‘বিশেষ এই ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করবে। আম, শাক-সবজিসহ যে কোনো ধরনের পার্সেল মালামাল এতে বহন করা যাবে। এতে প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়বে এক টাকা ৩১ পয়সা। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং যতদিন আমচাষি, ব্যবসায়ী ও আড়তদারদের চাহিদা থাকবে ততদিন চলবে।

 

Print Friendly and PDF