চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আবার আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রকাশ: ৮ জুন, ২০২৩ ১১:৪৫ : পূর্বাহ্ণ

আবার ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ৪টায় বাংলাদেশের জাতীয় গ্রিডে এ সরবরাহ শুরু হয়। বৃহস্পতিবার (৮ জুন) সকালে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এ তথ্য জানায়।বাংলাদেশের ওপর দিয়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে লোডশেডিং। এর মাঝে বুধবার বিকেল পৌনে ৩টায় দেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

 

 

হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে চলমান বিদ্যুৎ সকটের মধ্যে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। সেই রেশ না কাটতেই ফের সেখান থেকে সরবরাহ শুরু হলো।

পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান বলেন, এদিন সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

বর্তমানে ঝাড়খণ্ডে আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্র থেকে দেশে দৈনিক ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে তা বাংলাদেশে প্রবেশ করছে।

পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন, বুধবার রহনপুরে টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF