চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়েটে “নিম্ন-আয়ের লোকেদের জন্য স্যানিটেশন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ৭ জুন, ২০২৩ ১০:৪০ : পূর্বাহ্ণ


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ITN-BUET এর সহযোগিতায় “নিম্ন-আয়ের লোকেদের জন্য স্যানিটেশন” (Sanitation for Urban Low-Income Communities) বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

 

আজ ০৬ই জুন (মঙ্গরবার) ২০২৩ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক (ITN)-এর পরিচালক অধ্যাপক ড. তানভীর আহমেদ।

 

 

চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং WSUP-এর স্যানিটেশন লিডার জনাব হাবিবুর রহমান। উক্ত প্রশিক্ষণ কর্মশালা ছয়টি টেকনিক্যাল সেশন চট্টগ্রামস্থ আরেফিন নগরে  FSM Treatment Plant-এ মাঠ পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

Print Friendly and PDF