চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতা করার জন্য বিএনপির বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি: তথ্যমন্ত্রী

প্রকাশ: ৬ জুন, ২০২৩ ৪:২৭ : অপরাহ্ণ

সহিংসতা করার জন্য বিএনপির বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি: তথ্যমন্ত্রী (ভিডিও)

বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি বিএনপির কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

 

এ সময় মন্ত্রী বলেন, সহিংসতা করার জন্যই তারা এমন কর্মসূচি দিয়েছে। এর আগে বিএনপি বিদ্যুৎ কেন্দ্র জালিয়ে দিয়েছিল। এবার ঘেরাও কর্মসূচির নামে জ্বালাও পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।।

ড. হাছান মাহমুদ বলেন, মানুষ এখন শতভাগ বিদ্যুৎ পায়। একটু বিদ্যুৎ চলে গেলে যেভাবে প্রতিক্রিয় দেখানা হচ্ছে তাতে এত বড় সাফল্য বিলীন হবে না।

 

 

তথ্যমন্ত্রী বলেন, মানুষ আগে তুলনা করুক অতীতের তুলনায় ভালো আছে পরিবর্তন হবে বিদ্যুতের অসুবিধা দূর হবে।এ সময় মন্ত্রী বিএনপিকে নির্বাচন বানচাল করার পরিকল্পনা না করে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করুতে বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেয়ার পর থেকে বিএনপি’র মধ্যে অন্তর জ্বালা শুরু হয়ে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী এসময় বলেন, এর কারণ হলো তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কোথাও স্বীকৃতি পায়নি।

 

 

Print Friendly and PDF