প্রকাশ: ২ জুন, ২০২৩ ৩:৩৩ : অপরাহ্ণ
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া চলছে।
শুক্রবার (২ জুন) বেলা ১০টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। শুরুতে দেয়া হয় সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলরদের প্রতীক।
সকাল ৯টা থেকেই প্রার্থীরা তাদের প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন। প্রতীক বরাদ্দ দেয়ার আগেই মিলনায়তনের বাইরে ইভিএম মেশিনে ভোট দেয়ার প্রক্রিয়া দেখানো হয়।
রাজশাহী সিটি করপোরেশন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা। অন্যদিকে আচরণ বিধি মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
মেয়র পদে প্রতীক বরাদ্দ শুরু হয় বেলা সাড়ে ১১টা থেকে। এখন চলছে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক পাবার পরপরই প্রার্থীরা তাদের প্রতীক সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে। প্রচার প্রচারণার সময় বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
সূত্র – চ্যানেল২৪