প্রকাশ: ২ জুন, ২০২৩ ৩:২৬ : অপরাহ্ণ
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। শুক্রবার (২ জুন) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল।টস হেরে ব্যাট করতে নামার ম্যাচে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে পেসার মাথিশা পাথিরানা ও লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্তের।
পাথিরানা ওয়ানডে দলে আজ অভিষেক হলেও ২০২২ সালের আগস্টে এই আফগানিস্তানের বিপক্ষেই টি-টোয়েন্টিতে খেলে ছিল। এবার ওয়ানডেতেও অভিষেক হলো।
সদ্য সমাপ্ত আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ করেছেন পাথিরানা। ১৪ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। এছাড়া ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ২৬ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ২টি এবং লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মাত্র ৩টি।
এদিকে হেমন্ত এর আগে ৫৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে বল হাতে উইকেট নিয়েছেন ৬৪টি। আর ব্যাট হাতে রান করেছেন ১১১৪টি। প্রথম শ্রেণির ৪৪ ম্যাচে ৬৬ ইনিংসে উইকেট নিয়েছেন ৯৮টি। আর ৭৩ ইনিংসে রান করেছেন ১৯৯৩টি। ৪২টি টি-টোয়েন্টি ম্যাচের ২৬ ইনিংসে তার শিকার ২১ উইকেট। ৪০ ইনিংসে রান ৫৭২টি।