প্রকাশ: ৩১ মে, ২০২৩ ৩:২৬ : অপরাহ্ণ
ফুটবলের পাওয়ারহাউসকে যেন টেক্কা দেয়ার লক্ষ্যে মাঠে নেমেছে এশিয়ার ফুটবল শক্তি সৌদি আরব। এরই মধ্যে সৌদির ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির আরেক ক্লাব আল হিলাল সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকে পেতে দিয়ে রেখেছে অবিশ্বাস্য প্রস্তাব। এবার সৌদির একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
চলতি মৌসুম শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। মৌসুমের অনেকটা সময় ইনজুরির সঙ্গে লড়াই করলেও ১৭ গোল নিয়ে লা লিগার এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক ৩৫ বছর বয়সি এই ফরাসি ফুটবলার। তবে ক্লাবটির সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তির বিষয়ে তার সম্মতির বিষয়টি এর আগে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন তিনি।
মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়ালের এই ফরাসি তারকাকে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব। বাংলাদেশি টাকায় যা ৪ হাজার ৬০৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি। যা বার্ষিক হিসেবে রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থ রোনালদোর চুক্তির প্রায় সমান অর্থ। বর্তমানে আল নাসরে রোনালদো বেতন হিসেবে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরো পাচ্ছেন। যা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড।