প্রকাশ: ৩১ মে, ২০২৩ ২:৩৪ : অপরাহ্ণ
ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৩১ মে) ইসি এ তারিখ ঘোষণা করেন।
এছাড়াও দেশের আট পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ মে) ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জুলাই এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা।
এসব পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে।
এসব পৌরসভায় নির্বাচন করতে আগ্রহীরা রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে পারবেন ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ ১৭ জুলাই।ঘোষিত তফসিল অনুযায়ী উল্লেখিত তারিখ সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।