প্রকাশ: ২৬ মে, ২০২৩ ৩:৩২ : অপরাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম ফাইনালিস্ট হিসেবে আগেই টিকিট নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিং। এবার অপেক্ষা প্রতিপক্ষের। কে হচ্ছে ধোনিদের দশম ফাইনালের প্রতিপক্ষ?
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। গত ১৫ আসরের মধ্যে পাঁচবারই শিরোপা ঘরে তুলেছে দলটি। অন্যদিকে আইপিএলের গত আসরে এসেই বাজিমাত করে গুজরাট টাইটান্স। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমেও চ্যাম্পিয়নদের মতোই খেলেছে।
তবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যায় চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কাছে। লিগ পর্বের সেরা দলটিকে এখন টিকে থাকার লড়াই লড়তে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। আজ জিতলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট।
শুক্রবার (২৬ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স।
আইপিএলের সবচেয়ে সফল দলটির এবারের মিশনের শুরুটা ভালো হয়নি। কিন্তু সময় যতো গড়িয়েছে তারা নিজেদের ততো গুছিয়ে নিয়েছে। অবশ্য প্লে-অফে আসার ক্ষেত্রে তাদের কৃতিত্ব কম। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে যাওয়ায় তারা টিকিট পায় শেষ চারের। এরপর এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপার দৌঁড়ে টিকে যায়।
প্রথম পর্বে প্রথম দেখায় জয় পায় গুজরাট টাইটান্স। আর দ্বিতীয়বারের দেখায় তাদের হারিয়েছে মুম্বাই। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে দারুণ ফর্মে থাকা রোহিত-সূর্যরা। সব মিলিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মিলিয়ে দুর্দান্ত এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
গুজরাট টাইটানন্সের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, জোশুয়া লিটল, মোহিত শর্মা, নূর আহমেদ ও মোহাম্মদ শামি।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ : ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ ও আকাশ মাধওয়াল।