চট্টগ্রাম, রোববার, ৪ জুন ২০২৩ , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রথম ম্যাচেই হোঁচট খেল আর্জেন্টিনা

প্রকাশ: ২৫ মে, ২০২৩ ১১:৫৮ : পূর্বাহ্ণ

মাঠে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলাররা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে সুযোগ পেয়ে লড়ছে আর্জেন্টিনার যুবারা। অন্যদিকে, আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা উরুগুয়েতে ব্যস্ত সময় পার করছে প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। উরুগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে হোঁচট খেয়েছে আর্জেন্টিনার কিশোররা।

পাবলো অ্যাইমার নেতৃত্বে প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন ভেলেজ সারসফিল্ডের ফুটবলার অ্যালেক্স ভেরোন।

প্রথম ম্যাচে হোঁচট খেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (২৫ মে) মাঠে নামবে দুই দল।

Print Friendly and PDF