চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এম.এইচ. হজ্ব গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রকাশ: ২৫ মে, ২০২৩ ৭:১০ : অপরাহ্ণ

২০২৩ইং, ১৪৪৪ হিজরী সনের এম.এইচ. হজ্ব গ্রুপের তত্ত্বাবধানে হাজ্বীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। নগরীর একটি রেষ্টুরেন্টের হল রুমে মঙ্গলবার (২৩ মে) সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এম এইচ হজ্ব গ্রুপের চেয়ারম্যান মঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের প্রফেসর, বরন্য আলেম ড. বি. এম.মফিজুর রহমান আল আজহারী।  বিশেষ অতিথি ছিলেন, এম এইচ হজ্ব গ্রুপের ম্যানেজিং পার্টনার এম সাইফুর রহমান, রিজার্ভেশন অফিসার তমজিদুল ইসলাম এবং সম্মানিত হাজী সাহেব এবং  সাহেবান রা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ। যাদের সামর্থ্য আছে তাদের আত্মশুদ্ধির জন্য যত দ্রুত সম্ভব হজ পালন করা উচিত। হজ গমনে ইচ্ছুকদের জন্য এ ধরনের কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে।

Print Friendly and PDF