প্রকাশ: ২২ মে, ২০২৩ ১২:২১ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় মামলা হয়েছে। তবে এখনও কোনও আসামি গ্রেপ্তার হয়নি বলে হাইকোর্টকে জানিয়েছেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
সোমবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি এ কথা বলেন।
এর আগে সোমবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন।
গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচি ছিল। সেখানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে বলেন, আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এখন এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমরা সব করবো ইনশাআল্লাহ। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সূত্র – চ্যানেল২৪