চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ আকরিক লোহার ব্যাপক দরপতন

প্রকাশ: ২১ মে, ২০২৩ ৫:৪৫ : অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে দ্রুতগতিতে বাড়ছিল আকরিক লোহার দাম। তবে হঠাৎ গুরুত্বপূর্ণ ধাতুটির ব্যাপক দরপতন ঘটেছে। শুধু একদিনের ব্যবধানেই দাম কমেছে ২ শতাংশের বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনে চাহিদা কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে আকরিক লোহা ব্যাপক দর হারিয়েছে।

তবে চলতি সপ্তাহের শুরু থেকেই কঠিন ধাতুটির মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছিল। অর্থনীতিতে চীনা সরকারের আরও প্রণোদনা দেয়ার সম্ভাবনায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।

 

 

শুক্রবার (১৯ মে) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সরবরাহ মূল্য কমেছে ১ দশমিক ৯ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৩২ ইউয়ান বা ১০৫ ডলার ৯০ সেন্টে।

একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ১০৪ ডলার ৪০ সেন্টে।

 

 

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংক (এএনজেড) জানিয়েছেন, চীনের সম্পত্তি সূচকগুলোতে টেকসই পুনরুদ্ধার দেখা যাচ্ছে না।

এএনজেড আরও জানায়, দেশটিতে সম্পত্তি বিক্রি এবং প্রকল্প শেষ হওয়ার পরিমাণ ঊর্ধ্বমুখী হয়েছে। তবে নতুন প্রজেক্ট শুরুর সংখ্যা নিম্নমুখী রয়েছে। রিয়েল এস্টেটে বিনিয়োগ উদ্দীপিত করতে বিভিন্ন সহায়ক পদক্ষেপ ব্যর্থ হয়েছে।

 

Print Friendly and PDF