চট্টগ্রাম, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০ মে, ২০২৩ ১২:০৮ : অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর।

জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যাওয়ার কথা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

গত ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে মো. সাহাবুদ্দিন।

Print Friendly and PDF