চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ: ২০ মে, ২০২৩ ৩:২৪ : অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে (জিএসটি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি সেলিনা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রো-ভিসি কাঞ্চন চাকমাসহ শিক্ষকরা।রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ শহরের আটটি কেন্দ্রে মোট আট হাজার ৮৫৪ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

 

 

 

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. সেলিনা আক্তার বলেন, বাংলাদেশ প্রাচ্যের সৌন্দর্যের রানী রাঙামাটি। রাঙামাটির সৌন্দর্য উপভোগ করে ভালো ধারণা নিয়ে তারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারবে।

সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ‘বি’ ইউনিটে আট হাজার
৮৫৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে।

তিনটি ইউনিটে মোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। আগামী ২৭ মে ‘সি’ ইউনিট এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

Print Friendly and PDF