চট্টগ্রাম, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খান হাসপাতালে

প্রকাশ: ২০ মে, ২০২৩ ৩:১৪ : অপরাহ্ণ

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।শনিবার ভোরে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে যান তিনি। সেখানে চার ঘণ্টা থাকার পর লাহোরে নিজ বাসভবনে ফেরেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান।তবে পিটিআইয়ের পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গেছেন।

 

 

টুইটে একটি ভিডিও যুক্ত করা হয়। এতে দেখা যায়, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে রাজধানী ইসলামাবাদে আদালত চত্বর থেকে ইমরান খান গ্রেপ্তার হন। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন।

 

 

 

সূত্র: ইন্টারন্যাশনাল দ্য নিউজ

Print Friendly and PDF