চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুই একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ১৯ মে, ২০২৩ ৩:৪৯ : অপরাহ্ণ

দুই একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১৯ মে) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ্য রাখছি। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে পেঁয়াজ আমদানি করা হবে।

 

এদিকে চিনির দাম নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। তবে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে, আশা করি শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

 

তিনি আরও বলেন, কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। গতানুগতিকভাবে বিশ্ব বাজারে দাম বেড়েছে, যেমন ডালের দাম বেড়েছে। কাঁচাবাজারের দাম কখনো বাড়ে আবার কখনো কমে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF