চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফে বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন

প্রকাশ: ১৭ মে, ২০২৩ ৩:৫৬ : অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী নবাগত শক্তিশালী দল লেবানন। এই গ্রুপে জামাল ভুঁইয়াদের সঙ্গে আরও রয়েছে মালদ্বীপ ও ভুটান।

বুধবার (১৭ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসন্ন সাফের ড্র অনুষ্ঠিত হয়। তাতে ‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক ভারত। তাদের সঙ্গী হয়েছে নবাগত কুয়েত এবং নিয়মিত দল নেপাল ও পাকিস্তান।

সাফে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে শক্তিশালী দল লেবানন। বর্তমানে যাদের অবস্থান ৯৯তম। অপর অতিথি দল কুয়েতের ফিফা র‌্যাংকিং ১৪৩তম।

 

 

এছাড়া ভারত ১০১তম, মালদ্বীপ ১৫৪তম, নেপাল ১৭৪তম, ভুটান ১৮৫তম, বাংলাদেশ ১৯২তম ও পাকিস্তান ১৯৫তম স্থানে রয়েছে।

এবার দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সরাসারি সেমিফাইনালে পা দেবে। সেখান থেকে সেরা দুই দল ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে।

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফের ১৪তম আসর। আর ৩ জুলাই টাইটেল নির্ধারণী ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের পর্দা নামবে।

 

Print Friendly and PDF