চট্টগ্রাম, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিদেশি কূটনীতিকদের আর বাড়তি প্রটোকল সুবিধা দেবে না সরকার

প্রকাশ: ১৬ মে, ২০২৩ ১০:৪৭ : পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত বিদেশি কোনো কূটনীতিককে বা হাইকমিশনারকে বাড়তি প্রটোকল সুবিধা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

 

 

তিনি জানান, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। কোনো রাষ্ট্রদূত গাড়িতে নিজ দেশের পতাকা উড়াতে পারবেন না। সব দেশের রাষ্ট্রদূতকে এক লেভেলে আনা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অতিরিক্ত এই প্রটোকল সুবিধা  পেয়ে আসছিলেন।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF