চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ জয়ের লক্ষ্যে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশ: ১৪ মে, ২০২৩ ১১:০৬ : পূর্বাহ্ণ

 

ইংল্যান্ডের চেমসফোর্ডে ওয়ানডে ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট খেলায় আজ (রবিবার) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল পৌঁনে চারটায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। দুই তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও নাজমুল শান্ত রয়েছে ফর্মে। তবে বিশ্বকাপের আগে তামিমের অফ-ফর্ম কিছুটা দুশচিন্তার কারণ টাইগার শিবিরের। দ্বিতীয় ম্যাচে তাই লম্বা সময়ে ধরে নেটে অনুশীলন করেছে তামিম। শেষ ম্যাচে জয় নিয়ে ২-০তে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের।

অন্যদিকে, শেষ ম্যাচটা নিজেদের করে নিতে চায় আয়ারল্যান্ড। সিরিজে সমতায় ফিরতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না অ্যান্ড্রু বালবির্নির দল। তবে তৃতীয় ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেমসফোর্ডের মাঠে।

 

 

 

সূত্র:বৈশাখী টিভি অনলাইন

Print Friendly and PDF