চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে পিএসজির জার্সিতে আজ মাঠে নামবেন মেসি

প্রকাশ: ১৩ মে, ২০২৩ ১২:১৫ : অপরাহ্ণ

 

অনুমোদনহীন সৌদি আরব সফরে গিয়ে পিএসজি থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অবশেষে, সেই পিএসজি থেকেই সুখবর পেয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। শনিবার (৫ মে) অ্যাজাক্সের বিপক্ষের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পিএসজি, যেখানে রয়েছে মেসিও। তাই আজ রাতে পিএসজির জার্সিতে দেখা যাবে তাকে।

 

 

 

 

পিএসজির কোচ গালতিয়ের নিশ্চিত করেছেন অ্যাজাক্সের বিপক্ষে ম্যাচে থাকছেন মেসি। এর মধ্য দিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ ফুরোবোর আগেই সেটি প্রত্যাহার করে নিল পিএসজি।

মেসির দলে থাকা নিয়ে পিএসজি কোচ বলেন, মেসির সঙ্গে আমার বৃহস্পতিবার কথা হয়েছে। সে আরেকটা ট্রফি জিততে দৃঢ়প্রতিজ্ঞ। মেসি অবশ্যই আগামীকাল (১৩ মে) থাকছে।

 

 

উল্লেখ্য যে, লিগ ওয়ানে ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। সমান সংখ্যক ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লঁস আছে দুইয়ে। পয়েন্ট ব্যবধান বেশি না হওয়ায় শেষ চার ম্যাচে কোনো রকম ঝুঁকি নিতে চায় না পিএসজি।

 

 

সূত্র:চ্যানেল ২৪

Print Friendly and PDF