চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ব্যবসা বন্ধ করছে গ্রামীণ ইউনিক্লো

প্রকাশ: ১১ মে, ২০২৩ ৪:৪০ : অপরাহ্ণ

বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে তৈরি পোশাকের বৈশ্বিক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। আগামী ১৮ জুনের মধ্যে তাদের ১০টি বিক্রয়কেন্দ্র বন্ধ করার পাশাপাশি ব্যবসা কার্যক্রমও বন্ধের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১১ মে) গ্রামীণ ইউনিক্লোর ওয়েবসাইটে এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড। এতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গ্রামীণ ইউনিক্লোর ১০টি স্টোর (বিক্রয়কেন্দ্র) ১৮ জুন, ২০২৩ সালের মধ্যে আমরা বন্ধ করব এবং এর সঙ্গে সঙ্গে গ্রামীণ ইউনিক্লোর ব্যবসার কার্যক্রমও বন্ধ হবে।’

বিবৃতিতে কোম্পানিটি আরও বলেছে, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও সেই সঙ্গে ব্যবসায়িক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি, আমাদের ব্যবসার একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছি। এই প্রেক্ষিতে আমরা আমাদের ব্যবসার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

 

 

জাপানি খুচরা বিক্রেতা কোম্পানিটি গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে অংশীদারির ভিত্তিতে ২০১০ সালে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করে। তারপর ২০১৩ সালে গ্রামীণ ইউনিক্লো প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় একটি বিক্রয়কেন্দ্র চালু করে। তারপর পর্যায়ক্রমে বিক্রয়কেন্দ্র বাড়াতে থাকে গ্রামীণ ইউনিক্লো।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF