চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগেও নেই সুখবর

প্রকাশ: ১১ মে, ২০২৩ ৪:৫৬ : অপরাহ্ণ

ইংল্যান্ডে গিয়েও যেন শান্তিতে নেই বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লক্ষ্যে যথেষ্ট সময় হাতে রেখে ইংল্যান্ডে পৌঁছায় টাইগাররা। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রথম ওয়ানডের আগে পূর্ণ অনুশীলন করতে পারেনি টাইগাররা। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়।  সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুক্রবার (১২ মে) মাঠে নামবে তামিমরা। তবে সেদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

 

 

আগামী ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার তথ্যানুযায়ী, ঐদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। দ্বিতীয় ওয়ানডের দিন চেমসফোর্ডের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ৮ ডিগ্রি।

 

 

শুধু দ্বিতীয় ওয়ানডে নয়, তৃতীয় ওয়ানডে ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফলে, টাইগারদের এই সিরিজ নিয়েই জেগেছে শঙ্কা। বিশ্বকাপের আগে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্বকাপের দল ঘোষণার আগে দলের ক্রিকেটারদের যাচাই-বাছাইয়ের সুযোগ থাকে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF