প্রকাশ: ১১ মে, ২০২৩ ৪:৪৪ : অপরাহ্ণ
এশিয়াজুড়ে বৃহস্পতিবার (১১ মে) শেয়ারবাজারে ধস নেমেছে। চীনে মূল্যস্ফীতি বেড়েছে। জাপানে আয়ের মিশ্র প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে ঋণের সীমা নির্ধারণ নিয়ে স্থবিরতা বিরাজ করছে।
এ অবস্থায় গোটা এশিয়ায় পুঁজিবাজারে সতর্কতার সঙ্গে লেনদেন করেছেন বিনিয়োগকারীরা। মূলত, এ কারণেই স্টোকগুলো নিম্নমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআই বৃহৎ সূচকের পতন ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ। অস্ট্রেলিয়ান শেয়ার নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ শতাংশ। জাপানের নিক্কেই স্টোক পড়েছে শূন্য দশমিক ১ শতাংশ।
চীনের ব্লু-পিচ সিএসআই৩০০ সূচক পতন হয়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ। আর হংকং ইনডেক্স কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।
বেইজিং ইয়ুনই অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ঝাং জিহুয়া বলেন, চীনের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রত্যাশার চেয়ে নিম্নমুখী হয়েছে। এতে গোটা এশিয়ায় শেয়ারবাজারে মন্দা বিরাজ করছে।
তবে ইউরোপের প্রায় সূচক ঊর্ধ্বগামী হয়েছে। প্যান-রিজিয়ন ইউরো স্টোক ৫০ ফিউচার্স বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ। জার্মান ডিএক্স বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আর ব্রিটিশ ফিউচার্স ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ।
ইউরোপের মতো আমেরিকার শেয়ারবাজারগুলোতেও চাঙা ভাব দেখা গেছে। ইউএস স্টোক ফিউচার্স, এসঅ্যান্ডপি ৫০০ ই-মিনিস বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। নাসডাক কম্পোজিট বেড়েছে ১ দশমিক ০৪ শতাংশ। তবে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ পড়েছে শূন্য দশমিক ০৯ শতাংশ।
সূত্র – চ্যানেল২৪