চট্টগ্রাম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গমের আরও দরপতন

প্রকাশ: ১০ মে, ২০২৩ ১১:৪১ : পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক বাজারে গমের আরও দরপতন ঘটেছে। মঙ্গলবার (৯ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম আরেক দফা কমেছে। এ নিয়ে টানা দুই কার্যদিবসে মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

 

 

 

 

 

এতে বলা হয়, কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৮ মে। এর আগে চুক্তিটির নবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শীতকালীন ফসলের অবস্থা খারাপ রয়েছে। ফলে তুলনামূলক দর কম কমেছে।

এ কার্যদিবসে সিবিওটিতে গমের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৬ ডলার ৪৬ সেন্টে।

 

 

 

 

যুক্তরাষ্ট্রে শীতকালীন শস্য অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে সে তুলনায় গমের চারার উন্নতি হয়নি।

 

 

 

 

 

গত সোমবার ইউক্রেনের পুনর্গঠন মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন জাহাজীকরণ নিবন্ধন করতে অস্বীকার করে কৃষ্ণসাগরের শস্য চুক্তি কার্যত বন্ধ করেছে রাশিয়া।

ইতোমধ্যে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে মস্কো। তবে বিশ্ববাজারে গমের সরবরাহ স্বাভাবিক রাখতে সেটির মেয়াদ বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ ও তুরস্ক।

জাতিসংঘ জানিয়েছে, বিদ্যমান চুক্তির আওতায় রোববার বা সোমবার ভোগ্যপণ্যটির কোনও চালান হয়নি।

ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সিবিওটি খাদ্যপণ্যের বিক্রেতা ছিল কম্মোডিটি ফার্ম।

 

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF