চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ৮ মে, ২০২৩ ১০:৪৯ : পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পাথর বোঝাই ট্রাকে সেতুর পাটাতন ভেঙে পড়ায় উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৮ মে) সকালে সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা পাথর বোঝাই ট্রাকে ওই দুর্ঘটনা ঘটে। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পরে।

স্থানীয়রা জানায়, কাচালং সেতুর উপর ট্রাকটি উঠার পরপরই পাটাতন ভেঙে যায়। ফলে উপজেলার সঙ্গে দূর পাল্লার সব ধরনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

 

 

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, এই সেতুটি ২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ ঘোষণা করা হয়। একই বছর পাশে নতুন সেতুর কাজ শুরু হলেও দীর্ঘ ৭ বছরেও সেই সেতুর কাজ শেষ হয়নি। বাধ্যহয়েই ঝুঁকিপূর্ণ জেনেও যানচলাচল করতে হয় পুরাতন সেতুতে।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কাইয়ুম হোসেন জানান, উপজেলার সঙ্গে সারাদেশের যোগাযোগের জন্য কাচালং সেতুটি গুরুত্বপূর্ণ। সেতুর পাটাতন ভেঙে যাওয়ার দুর্ভোগে সাধারণ মানুষ। দ্রুত পুরাতন সেতুটি চালু এবং সেতু সেতুর কাজ শেষ করার দাবি জানান।

 

 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। এছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে সেটিও চলমান রয়েছে।

 

Print Friendly and PDF