চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকার পথে ১৩৫ বাংলাদেশি

প্রকাশ: ৮ মে, ২০২৩ ১০:৩৬ : পূর্বাহ্ণ

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে ১৩৫ বাংলাদেশির প্রথম ব্যাচ আজ সকালে ঢাকা পৌঁছাবেন। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ দলই সবার আগে সশস্ত্র সংঘাতে বিশৃঙ্খল সুদান থেকে ফিরে আসছেন বলে জানিয়েছেন খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি বলেন, পোর্ট সুদান এলাকা থেকে তিনটি পৃথক ফ্লাইটে অন্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পাঠানো হয়েছে।

 

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রোববার রাতে তারা জেদ্দা থেকে ঢাকা রওনা হন। সোমবার (৮ মে) সকাল ১০ টা ৩০ মিনিটে তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

 

 

দূতাবাস জানায়, তিন দফায় পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে যাওয়া হয় বাংলাদেশিদের। প্রথম ফ্লাইটে ৪৫, দ্বিতীয়টিতে ২৪ এবং তৃতীয়টিতে ৬৫ জন বাংলাদেশি পোর্ট সুদান থেকে জেদ্দায় পৌঁছায়।

এই ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী, ১১টি শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন বলে কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে।

 

Print Friendly and PDF