চট্টগ্রাম, রোববার, ১৯ মে ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগিকে টিয়া সাজিয়ে অনলাইনে বিক্রির চেষ্টা, দাম সাড়ে ৬ হাজার

প্রকাশ: ৬ মে, ২০২৩ ২:৩৯ : অপরাহ্ণ

একটি মুরগিকে সবুজ রঙ করে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা করেছেন এক ব্যক্তি। মুরগিটির দাম ধরা হয়েছে আবার ৬ হাজার ৫০০ পাকিস্তানী রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ২ হাজার ৫শ’ টাকা।

জনপ্রিয় একটি অনলাইন শপে এই কান্ড ঘটান পাকিস্তানের এক ব্যক্তি। শনিবার (৬ মে) স্টার্টাপ পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্সে একটি সবুজ রঙের মুরগিকে টিয়া হিসেবে বিক্রি করতে গিয়ে পাকিস্তানের করাচিতে ধরা পড়েছেন এক ব্যক্তি।

ওএলএক্সে বিক্রেতা একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখেন, টিয়া পাখিটি বিক্রির জন্যে। কথা বলে না তবে সকালে মুরগিত মত শব্দ করে ডাকে। আমি জানি না এটা সে কেন করে। শুধুমাত্র আগ্রহীরাই আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন।

বিক্রেতা ৬ হাজার ৫০০ রুপি একটি টিয়া পাখি বিক্রি করতে চান। এবং দাবি করেন এটি টিয়া পাখি, শব্দও করেন টিয়া পাখির মতই।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF