মহেশখালীতে বহু মামলার আসামী মকছুদ মিয়া গ্রেফতার
প্রকাশ: ৫ মে, ২০২৩ ৩:০০ : অপরাহ্ণ
আলী আজম, পেকুয়া, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁই ছড়া এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী মকসুদ আহমদ প্রকাশ মকছুদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়- মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় হোয়ানক পুঁই ছড়ার তালিকাভুক্ত সন্ত্রাসী মকসুদ আহমদ প্রকাশ মকসুদ মিয়া (৩০), পিতা মৃত আবুল কালামকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক এলাকার গভীর পাহাড় হতে এ এস আই জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ দল উক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। সে ওই এলাকার জনগণের ত্রাস হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন গভীর পাহাড়ে অবস্থান করে আত্মগোপনে ছিলো। মাঝেমধ্যে সমতলে এসে জনগণের মাঝে ত্রাস সৃষ্টি করাতো। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।