চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অসুস্থ রাজনীতি রুখে দিতে হবে- ওবায়দুল কাদের

প্রকাশ: ৪ মে, ২০২৩ ১১:০৭ : পূর্বাহ্ণ

বাংলাদেশে ভালো ধারার রাজনীতির পাশাপাশি নষ্ট রাজনীতিও আছে, এই নষ্ট রাজনীতির জন্য গণমানুষের শান্তির আকাঙ্খা বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতির নামে যে অসুস্থ রাজনীতি চলছে দেশে ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে।

 

 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে সম্মিলিত শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে যোগ দিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। সাম্প্রদায়িকতা ও আগুন সন্ত্রাস চাই না।

 

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর, বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন, দেশের অর্জন যারা নিজের অর্জন মনে করতে পারে না তাদের রাজনীতি করা উচিত নয়। সমালোচনা যারা করেন তারা অপরাজনীতি করে খাটো হয়েছেন।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF