চট্টগ্রাম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন কলোনি মুহিউসসুন্নাহ মাদ্রাসা মাঠে সালাতুল ইস্তেখারা আদায়

প্রকাশ: ৩ মে, ২০২৩ ১:২৬ : অপরাহ্ণ

আরাফাত মজুমদার,চট্টগ্রাম:  প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন কলোনি মুহিউসসুন্নাহ মাদ্রাসার মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করা হয়েছে।

বুধবার সকালে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী, মাদ্রাসার কমিটির সকল দায়িত্বশীলসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম এর চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়ব।

 

Print Friendly and PDF