চট্টগ্রাম, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমার যেতে পারে প্রতিনিধি দল

প্রকাশ: ৩ মে, ২০২৩ ১:০৯ : অপরাহ্ণ

প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরি হয়েছে কিনা, তা নিজ চোখে দেখতে চলতি সপ্তাহে কক্সবাজার থেকে ২০ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২ মে) এ নিয়ে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তিনি।

চীনের মধ্যস্থতায় চলতি মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রচেষ্টা চলছে। এ কারণে রোহিঙ্গাদের আগেই রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠানোর প্রস্তাব করে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ প্রস্তাব নাকচ করে এলেও এবার রাজি হয়েছে মিয়ানমার।

বৃহস্পতিবারের (৪ মে) মধ্যে প্রতিনিধি দলটিকে রাখাইনে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। বর্ষা মৌসুম শুরুর আগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। দ্রুত প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশও। এ বিষয়ে দু’দেশই একমত।

প্রথম ধাপে আগে থেকেই যাচাই-বাছাই করা ১ হাজার ৪০০ রোহিঙ্গা যাওয়ার কথা। তবে শেষ পর্যন্ত প্রত্যাবাসন সফল হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

 

 

সূত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF