চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: ৩ মে, ২০২৩ ১:১৮ : অপরাহ্ণ

গত ১৪ বছরে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক প্রবৃদ্ধি অর্জন করেছে দেশ। যে কারণে দ্রুত বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ফাইন্যান্স ইউকের হিসাবে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু গত বছর ৩৭ শতাংশ বেড়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স ২০২৩ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।

 

 

এখন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সে যাত্রায় মার্কিন বিনিয়োগকারীদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে গোল টেবিল বৈঠকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান জানান, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, আইসিটি, সামুদ্রিক সম্পদ, ফার্মাসিউটিক্যালের মতো খাতগুলো ব্যাপক সম্ভাবনাময়। মার্কিন ব্যবসায়ীরা চাইলে শুধু তাদের জন্যই ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ করে দেয়া হবে।

 

 

এ সময় বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে ইউএস-বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলটেবিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এর আগে ইউএসবিবিসির সিনিয়র এক্সিকিউটিভ এবং ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইওদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের সাথে আরও সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

 

 

সূত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF