চট্টগ্রাম, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক আইডি ফিরে পেয়েও স্বস্তি নেই হিরো আলমের

প্রকাশ: ৩ মে, ২০২৩ ৩:১০ : অপরাহ্ণ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে হ্যাক হওয়া নিজের ফেসবুক আইডি ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তবে এখনো তার আটটি আইডি হ্যাকারদের দখলে থাকায় এখনই স্বস্তি পাচ্ছেন না।

হিরো আলম গণমাধ্যমকে জানান, হ্যাক হওয়া নয়টি আইডির মধ্যে ‘আশরাফুল হোসেন আলম’ নামে একটি ফেসবুক আইডি ফেরত পেয়েছেন। আইডিটি উদ্ধার হওয়ায় তিনি ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞ।

হিরো আলমের দাবি, দেশের বাইরে থেকে ‘মিঞা আসকর’ নামের এক ব্যক্তি তার আইডিগুলো হ্যাক করেছে। তার (হিরো আলম) সঙ্গে ওই ব্যক্তির কোনো শত্রুতা নেই।

 

 

এর আগে, মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামসহ নয়টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।

সূত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF