চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার ২০০০ ডলারের ওপরে স্বর্ণ

প্রকাশ: ৩ মে, ২০২৩ ৩:২৪ : অপরাহ্ণ

আন্তর্জাতিক স্বর্ণের বাজারে অস্থিরতা কাটছেই না। মূল্যবান ধাতুটির মূল্য একদিন কমছে তো আরেকদিন বেড়ে যাচ্ছে। বুধবার (৩ মে) কার্যদিবসের শুরুতে আবার তা ঊর্ধ্বমুখী হয়েছে। এবার ২০০০ ডলারের ওপরে চলে গেছে স্বর্ণ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, দিনের শেষ ভাগে সুদের হার নিয়ে ফায়সালা দেবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। আপাতত সেদিকে নজর দিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের দাম বেড়েছে।

এদিন সূচনাতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০১৬ ডলার ২৯ সেন্টে। আগের কর্মদিবসে (মঙ্গলবার) যা ছিল ১৯৮৭ ডলার ৯৩ সেন্ট।

 

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০২৬ ডলার ১০ সেন্টে। গত দিন তা ছিল ১৯৯৬ ডলার ৭০ সেন্ট।

এদিন ইউএস মুদ্রা ডলার দর হারিয়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ব্যাংকিং খাতে নতুন করে অস্থিরতা দেখা দেয়ার আশঙ্কায় এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।

 

 

এ অবস্থায় দিবসের শেষ লগ্নে সিদ্ধান্ত জানাবে ফেড। প্রত্যাশা করা হচ্ছে, এবার ২৫ বেসিস পয়েন্ট সুদ হার বাড়াবে তারা। এরপরই তাতে লাগাম টানতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।

এসিওয়াই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ক্লিফফোর্ড বেন্নেট্ট বলেন, সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেড। এতে ব্যাংক সেক্টরে সংকট বিদ্যমান বলে প্রতীয়মান হবে। পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম আরও বেড়ে যাবে।

 

 

সূত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF